১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

সাঙ্গু নদীতে ডুবে নাইক্ষ্যংছড়ির চাক শিক্ষার্থী’র মৃত্যু


বান্দরবানের সাঙ্গু নদীতে ডুবে ক্যান্ট. পাবলিক স্কুলের জয় চাক নামে ১০ম শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বালাঘাটা ভরাখালী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়,জয় চাক ও তার কয়েকজন বন্ধু মিলে সকাল ১১ টার দিকে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে। অনেকক্ষণ দাপাদাপি করার পর এক পর্যায়ে জয় চাক স্রোতের কবলে পড়ে। অন্যান্য বন্ধুরা টেনে ধরে তাকে বাঁচানোর চেষ্টা করলেও সে পানির স্রোতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।বান্দরবানের ফায়ার সার্ভিসের একটি টিম এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। তার পরেও উদ্ধার করা সম্ভব হয়নি। পরে চট্টগ্রাম থেকে একটি ডুবুরি দল নিয়ে আসা হয়। ডুবুরি দল অনেক চেষ্টার পর বিকাল সাড়ে ৪টায় তার মৃত দেহ উদ্ধার করে। মৃত জয় চাকের বাড়ী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা। সে বালাঘাটা শৈলশোভা এলাকায় মা-বাবার সাথে ভাড়ায় থেকে ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ১০ম শ্রেনীতে লেখাপড়া করত। জয় চাক পরিবারের তিন ভাই-বোনের মধ্যে মেজ ছেলে।
এদিকে বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ দে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল জয় চাকের মৃত দেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য তার মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।