১ জুলাই, ২০২৫ | ১৭ আষাঢ়, ১৪৩২ | ৫ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ

সর্বোচ্চ রক্তদানে সন্ধানী’র সম্মাননায় “অন্তচোখ”

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলার সর্বোচ্চ রক্তদাতা সংগঠন হিসেবে “অন্তচোখ স্বেচ্ছায় রক্তদান কমিউনিটি” কে তৃতীয় বারের মতো সম্মাননা দিলেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদ।

২৮ সেপ্টেম্বর (শুক্রবার) কক্সবাজার মেডিকেল কলেজ চত্বরে সন্ধানী কমেকের সহযোগিতায় ৩৮ তম সন্ধানী কেন্দ্রীয় ষান্মাষিক সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রধান আলোচক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংসদ সাইমুন সরওয়ার কমল, সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

সম্মাননা প্রদানকালে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুবাস চন্দ্র সাহা, কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও বি.এম.এ সভাপতি ডা. পু চ নু, কক্সবাজারের সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, বি.এম.এ সম্পাদক ডা. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

অন্তচোখ-স্বেচ্ছায় রক্তদান কমিউনিটির পক্ষ সম্মাননা গ্রহণ করেন প্রধান সংগঠক পলাশ বড়ুয়া, যুগ্ম সংগঠক জসিম আজাদ, সংগঠক বিজন বড়ুয়া, দাতা সদস্য বিশ্বজিত বড়ুয়া। মানবিক কাজের স্বীকৃতি প্রদানের জন্য সন্ধানী কক্সবাজার মেডিকেল ইউনিট ও সন্ধানী কেন্দ্রীয় পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন অন্তচোখ কর্তৃপক্ষ।

উল্লেখ্য ১২.১২.২০১২ সালে কক্সবাজারের উখিয়ায় একঝাঁক যুবদের সমন্বয়ে যাত্রা শুরু করে মানবিক সংগঠন ”অন্তচোখ স্বেচ্ছায় রক্তদান কমিউনিটি”। জরুরী প্রয়োজনে মুমুর্ষরোগীদের রক্তদান করা ছিল সংগঠনের মুখ্য উদ্দেশ্য। এরই ধারায় প্রতিবৎসর বুদ্ধ পুর্ণিমা এবং বিশেষ দিবসে রক্তদান কর্মসূচী, ফ্রি ব্লাড গ্রুপিং টেষ্ট এবং জরুরী মুহুর্তে তালিকাভুক্ত ৩ শতাধিক সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করে থাকে। ফেসবুকে পেতে- অন্তচোখ-স্বেচ্ছায় রক্তদান কমিউনিটি (https://web.facebook.com/ANTHOCHOK/)

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।