১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় বক্তারা

সর্বস্তরে সচেতনতার মাধ্যমে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ সম্ভব

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, সর্বস্তরে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ সম্ভব। এক্ষেত্রে সাধারণ পথচারীদের সচেতন হতে হবে পথ চলতে, ড্রাইভারদের সচেতন হতে হবে গাড়ি চালানোর সময়, গাড়ীর মালিকদের সচেতন হতে হবে অতিরিক্ত যাত্রী ও মাল পরিবহনে। সবচেয়ে বেশি সচেতন হতে হবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ট্রাফিক বিভাগকে। সড়ক আইন বাস্তবায়নের পাশাপাশি নিজেদের বিরুদ্ধে অভিযোগ কমাতে হবে বিআরটিএ ও ট্রাফিক বিভাগকে।
আজ ২২ অক্টোবর সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।
এর আগে সকালে কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
র‌্যালীতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য খোরশেদ আরা হক। র‌্যালী ও আলোচনা সভায় অন্যদের মধ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার সভাপতি দৈনিক গনসংযোগ ও পাক্ষিক মেহেদী পত্রিকার প্রধান সম্পাদক মো: জসিম উদ্দিন কিশোর, সিনিয়র সহসভাপতি এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন সাকিল, আমিরুল ইসলাম দুলু, কক্সবাজার আরকান সড়ক ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল করিম সাঈদী, কক্সবাজার ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাইমুল হক টুটুল, সড়ক নিরাপত্তা কমিটির সদস্য এড. রনজিত দাশ, কক্সবাজার ট্রাফিক ইন্সপেক্টর বিনয় কুমার বড়–য়া, নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার শাখার সাংগঠনিক সম্পাদক মৌ: এস এম ইদ্রিস, সহ সাধারন সম্পাদক ডা: মোহাং আলমগীর হোসেন, নুরুল আমিন, দূর্ঘটনা অনুসন্ধান গবেষনা সম্পাদক এম এ মনজুর, প্রচার সম্পাদক ফজল কাদের নুরী, দপ্তর সম্পাদক মো: ফকির আলমঙ্গীর, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী তালেব মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক রাবিয়া সুলতানা রুবি, কার্যকরী পরিষদ সদস্য এস এম ছুরুত আলম, মোঃ রফিক উদ্দিন লিটন, আনোয়ারুল ইসলাম, রফিকুল হক, মো: মুজিবুল আলম, শওকত ওসমান মোঃ আবদুল্লাহ, জাগির হোসেন, মঞ্জুর আলম, মৌলানা ইদ্রিস আহমদ প্রমূখ অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।