৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা স্কাসের উদ্যোগে উখিয়া প্রেসক্লাবে বৃক্ষরোপণ

বিশেষ প্রতিবেদক:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প, স্কুল-মাদ্রাসা, সরকারি- বেসরকারী প্রতিষ্টানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ,ওষুধি গাছের চারা রোপণের অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।বুধবার সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) এর উদ্যোগে উখিয়া প্রেসক্লাবের প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।

উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, বিশ্বব্যাপী জলবায়ুর নেতিবাচক প্রভাব পড়েছে। সবাইকে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ও সচেতন করার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা (স্কাসের) এই বৃক্ষরোপনের উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, নির্বাহী সদস্য নুর মুহাম্মদ সিকদার, সদস্য আবদল্লাহ আল আজিজ, শফিউল শাহীন, এম ফেরদৌস ওয়াহিদ ও সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) প্রতিনিধি তাজনিন আকতার (প্রকল্প সমন্বয়ক), নার্গিস আশরাফি নুরি (প্রোগ্রাম অর্গানাইজার) শামসুল ইসলাম (প্রোগ্রাম অর্গাইনাইজার) প্রমুখ।
উল্লেখ্য, ইডুকো বাংলাদেশ এর অর্থায়নে মাঠ পর্যায়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা (স্কাস)।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।