২২ ডিসেম্বর, ২০২৫ | ৭ পৌষ, ১৪৩২ | ১ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে মেয়র মুজিবুর রহমানের শোক

সংবাদ বিজ্ঞপ্তিঃ দেশের প্রতিতযশা একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার সম্পাদক ও কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান।
সোমবার রাতে ৭৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এক বিবৃতিতে মেয়র মুজিবুর রহমান বলেন, গুনি এই সাংবাদিকের মৃত্যুতে দেশ ও জাতির বড় ধরণের ক্ষতি হলো, এ শূণ্যতা অপূরণীয়। মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত তিনি সম্পাদক পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা কক্সবাজারবাসী গভীর শোক প্রকাশ করছি।” পাশাপাশি মরহুম গোলাম সারওয়ারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান। ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়।

উল্লেখ্য, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা “একুশে পদকে” ভুষিত হন সাংবাদিক গোলাম সারওয়ার।
এদিকে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে জেলার বহুল প্রচারিত সংবাদপত্র দৈনিক আজকের কক্সবাজার পরিবারের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।