২২ ডিসেম্বর, ২০২৫ | ৭ পৌষ, ১৪৩২ | ১ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

সবার নজর লোহাগাড়ায়, রাত পোহালেই ভোট গ্রহন

রায়হান সিকদার, লোহাগাড়াঃ সব ধরনের আইনী জটিলতা ও বাঁধা বিঘ্নের অবসানে আগামী ৩১ মার্চ লোহাগাড়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন সবার নজরে রয়েছে। নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বর্তমানে ৩ পদে সর্বমোট প্রার্থীর সংখ্যা ১১জন। পূর্বের ১২জন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী ১জন বাদ গেছে। বর্তমানে চেয়ারম্যান পদে ৩ন যথাক্রমে নৌকা প্রতীকে খোরশেদ আলম চৌধুরী, আনারস প্রতীকের জিয়াউল হক চৌধুরী বাবুল ও দোয়াত-কলম প্রতীকে এস.এম.ছলিম উদ্দিন খোকন চৌধুরী। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন যথাক্রমে তালা প্রতীকের আরমান বাবু রুমেল, টিউবওয়েল প্রতীকের ইব্রাহিম কবির, চশমা প্রতীকের এম.এস মামুন ও মাইক প্রতীকের মিজানুর রহমান মিজান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন যথাক্রমে প্রজাপতি প্রতীকের নারীনেত্রী পারভীন আক্তার, কলসী প্রতীকে জেসমিন আক্তার, ফুটবল প্রতীকে জেসমিন আক্তার এবং হাঁস প্রতীকের শাহিন আক্তার সানাসহ সর্বমোট উক্ত ৩ পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
উল্লেখ্য, ৯ ইউনিয়নে সর্বমোট ৬১টি কেন্দ্র রয়েছে। দায়িত্ব পালন করবেন ৬১কেন্দ্রে ৬১জন প্রিজাইডিং অফিসার। প্রতি কেন্দ্রে পুলিশ থাকবে প্রায় ২০জন করে। এছাড়া ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে ১০৪জন বিজিবি এবং অনুরূপ র‌্যাবও দায়িত্বে পালনে নিয়োজিত থাকবেন বলে সূত্রে জানা গেছে। অপরদিকে, পুলিশের সহায়তায় প্রতিকেন্দ্রে থাকবে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনী পরিবেশ যাতে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ থাকে তার জন্য আইনগত ভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট ১০জন এবং জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১জন দায়িত্ব পালন করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।