১২ অক্টোবর, ২০২৫ | ২৭ আশ্বিন, ১৪৩২ | ১৯ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

সদর উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্টিত

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার সদর উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার
জাতীয় পতাকা এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

দিনব্যাপী বালক ও বালিকাদের ৩২ টি ইভেন্ট শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ১১৪ জন বিজয়ীর হাতে মেডেল, সার্টিফিকেট ও মহামূল্যবান বই (কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী ও আমার দেখা নয়া চিন) তুলে দেয়া হয়।

উদ্বোধনী প্রোগ্রামসহ দিনের ভিন্ন ভিন্ন সময়ে কক্সবাজার ৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দিন, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারিসহ অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের সম্মানিত শিক্ষকমণ্ডলীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার মধ্য দিয়ে উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হয়েছে।

উল্লেখ্য, বিগত ২৪ ও ২৫ জানুয়ারি ইউনিয়ন পর্যায়ে ২টি অঞ্চলে (উত্তর ও দক্ষিণ) অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে বিজয়ী ১১৪ জনের মধ্যে প্রথম স্থান অধিকারী ৩৮ পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।