৮ ডিসেম্বর, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সদর উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্টিত

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার সদর উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার
জাতীয় পতাকা এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

দিনব্যাপী বালক ও বালিকাদের ৩২ টি ইভেন্ট শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ১১৪ জন বিজয়ীর হাতে মেডেল, সার্টিফিকেট ও মহামূল্যবান বই (কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী ও আমার দেখা নয়া চিন) তুলে দেয়া হয়।

উদ্বোধনী প্রোগ্রামসহ দিনের ভিন্ন ভিন্ন সময়ে কক্সবাজার ৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দিন, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারিসহ অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের সম্মানিত শিক্ষকমণ্ডলীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার মধ্য দিয়ে উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হয়েছে।

উল্লেখ্য, বিগত ২৪ ও ২৫ জানুয়ারি ইউনিয়ন পর্যায়ে ২টি অঞ্চলে (উত্তর ও দক্ষিণ) অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে বিজয়ী ১১৪ জনের মধ্যে প্রথম স্থান অধিকারী ৩৮ পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।