৫ মে, ২০২৫ | ২২ বৈশাখ, ১৪৩২ | ৬ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

সত্য ও ন্যায়ের সাথে থাকলে জীবনের উচ্চ শিখরে পৌঁছা যায়

কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, শিক্ষার্থীরা কখনো মিথ্যা কথা বলবেনা, সবসময় সত্য কথা বলবে। সত্য ও ন্যায়ের সাথে থাকলে জীবনের উচ্চ শিখরে পৌঁছা যায়। মনযোগ সহকারে পড়া লেখা করার আহবান জানিয়ে তিনি বলেন, উচ্চ শিক্ষা অর্জনে বিদেশ যেতে চাইলে শিক্ষার্থীদের আর্থিকসহ সকল প্রকার সহযোগিতা করা হবে।
সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, আমার কাছে দল-মত নয়, শিক্ষাই আমার কাছে সবচেয়ে বড়। শিক্ষা ছাড়া কোন ব্যক্তি বা জাতি উন্নত হতে পারেনা, তাই বর্তমান শিক্ষা বান্ধব সরকারের সময়কালে আমরা সম্মিলিত প্রচেষ্ঠায় রামুতে নতুন করে ১০টি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। আরো কয়েকটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা প্রকৃয়াধীন আছে। অথচ স্বাধীনতার আগে ৫টি, স্বাধীনতার পরে ৪৩ বছরে ১২টি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিলো রামুতে। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। তাই দায়িত্ব নেয়ার পর থেকে কক্সবাজার সদর-রামুর উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল, আর বাংলাদেশে উন্নয়নের রোল মডেল হচ্ছে কক্সবাজার-রামু। জেলা উপজেলায় বর্তমান সরকারের সময়ে উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে বর্তমান সরকারের পক্ষে থেকে নৌকার বিজয়ে দায়িত্ব্য নিতে সকল অভিভাবকদের প্রতি আহবান জানান। গত বৃহষ্পতি বার (১৬ মার্চ) রাতে রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (৮ম শ্রেণীতে উন্নিত) বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, উপজেলা শিক্ষা অফিসার আবু নোমান মোঃ আব্দুল্লাহ, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্টেকটর আজিজুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, নজিবুল আলম ফাউন্ডেশনের আহবায়ক শরীফুল আলম চৌধুরী, জোয়ারিয়ানালার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ বক্ত বাবুল, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ, রুস্তম আলী, হারুনুল আলম চৌধুরী, জসিমুল ইসলাম মেম্বার, আব্দুস ছালাম মেম্বার, মালেকুজ্জামান মেম্বার, ফাতেমা বেগম মেম্বার, আবু তালেব মেম্বার প্রমুখ।
বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি, নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল করিম।
বিদ্যালয়ের শিক্ষক ফকর উদ্দিন টিটু ও শিক্ষানুরাগি সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান- বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। প্রধান অতিথি এমপি কমল ও বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমসহ অতিথিরা অনুষ্ঠানস্থলে পৌঁছলে প্যারেড কমান্ডার ছৈয়দ হোছনের নেতৃত্ব বিদ্যালয়ের কাব দল অতিথিদের সালাম প্রদর্শন করে কুজকাওয়াজ করেন।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন অতিথিরা। দিন ব্যাপী অনুষ্ঠানে তরুন সংগীত শিক্ষক, শিল্পী আবুল কাশেমের পরিচালনায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।