৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

‘সত্তা’ অসাধারণ একটি চলচ্চিত্র : জুনায়েদ আহমেদ পলক

গতকাল শুক্রবার (৭ এপ্রিল) সারা দেশে মুক্তি পেয়েছে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ শিরোনামের সিনেমা। সিনেমাটি দেখে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সিনেমাটি দেখে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ‘সত্তা’ সিনেমা নিয়ে প্রশংসা করেন।

ফেসবুকে তিনি লিখেন- ‘‘সত্তা’ হাসিবুর রেজা কল্লোলের একটি অসাধারণ চলচ্চিত্রের নাম। আজ ‘সত্তা’ সিনেমা দেখলাম। অনেক দিন পর একটি ভালো সিনেমা উপভোগ করলাম, অনুভব করলাম। অনেক ধন্যবাদ হাসিবুর রেজা কল্লোল ভাইকে। অসাধারণ একটি চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য।’’

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের পশ্চিম বঙ্গের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী পাওলি দাম। এ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খানসহ অনেকে।

২০১৪ সালের নভেম্বরে মহরতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সিনেমাটি। এরপর শিডিউল জটিলতাসহ বিভিন্ন কারণে থেমে থেমে চলে এ সিনেমার শুটিং।অবশেষে সব কাজ শেষ করে গত ১২ জানুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয় এবং সেন্সর ছাড়পত্র পায়।

এ সিনেমায় মোট ৭টি গান রয়েছে। এ চলচ্চিত্রের সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, পান্থ কানাই, মমতাজ, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, কনা, মিলা, পূজা এবং সুমি শবনম।

সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। তরঙ্গ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন মজনু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।