১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

‘সকলের আন্তরিকতায় এগিয়ে যাবে জুমছড়ি বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ’


কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা ছালেহ উদ্দিন চৌধুরী বলেছেন, জাতির সুন্দর ভবিষ্যৎ নির্মাণে মেধাবী ছাত্ররাই ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীরা যত বেশি পড়ালেখায় মনোনিবেশ করবে এবং নৈতিক শিক্ষা অর্জনে ব্রতী হবে, দেশ ততই দ্রুত উন্নত ও সমৃদ্ধ হবে। ছাত্র-শিক্ষক ও অভিভাবক মহলের আন্তরিকতা, নিষ্ঠা এবং সচেতনতার সমন্বয় ঘটলে ছাত্রছাত্রীরা কাঙ্খিত ফলাফল অর্জনে সক্ষম হবে।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে রামুর গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে, বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই বিদ্যালয় অল্প সময়ের মধ্যেই অনেক দূর এগিয়েছে। আশা করছি এটিই হবে অবহেলিত অঞ্চলের শিক্ষার বাতিঘর।
সভাপতির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবুল কাশেম মোঃ ফজলুল হক বলেন, শিক্ষা নিয়ে রাজনীতি নয়। শিক্ষার মান বাড়াতেই জুমছড়িতে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এ ব্যাপারে অভিভাবকসহ সর্ব মহলকে সচেতন হতে হবে। আমাদের পরিবার নিরলসভাবে বিদ্যালয়কে এগিয়ে নিতে প্রানান্ত চেষ্টা চালাচ্ছে।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ আজিজ মওলা। বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি কবির আহমদ, উপদেষ্টা মাষ্টার আহমদুর রহমান, ইউপি সদস্য এহেসান উল্লাহ, সাংবাদকর্মী জয়নাল আবেদীন টুক্কু, সমাজসেবক মহিউদ্দিন, আবদু শুক্কুর, ছৈয়দ আলম, নাজের উদ্দিন, আবু তাহের, মোঃ আলী সওদাগর প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।