২৬ আগস্ট, ২০২৫ | ১১ ভাদ্র, ১৪৩২ | ২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

সংসদ সদস্যের পদ ছাড়লেন মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তীতৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য প্রখ্যাত ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সোমবার তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। পদত্যাগের কারণ হিসেবে অসুস্থতার কথা জানিয়েছেন তিনি।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর হাতে গোনা কয়েকদিন সংসদে গিয়েছিলেন মিঠুন। পরে অর্থলগ্নি সংস্থার অনিয়ম নিয়ে তদন্তের সূত্রে সিবিআই জিজ্ঞাসাবাদ করার পর কার্যত আর সংসদে যাননি তিনি। দফায় দফায় চিঠি পাঠিয়ে ছুটি নিয়েছেন। পাশাপাশি অসুস্থও হয়ে পড়েন তিনি। এবার পাকাপাকিভাবে রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন মিঠুন।
আগে থেকেই জল্পনা ছিল চলতি সপ্তাহের গোড়ায় সংসদে গিয়ে ইস্তফাপত্র দিতে পারেন তিনি। তবে একেবারে সপ্তাহের শুরুতেই তিনি ইস্তফা দিয়ে দিলেন। তৃণমূল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা বলছে, মমতা বন্দ্যোপাধ্যয়কে জানিয়েই সিদ্ধান্ত নিয়েছেন মিঠুন। রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২০ সালের এপ্রিলে। তৃণমূল সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মিঠুনের জায়গায় কাকে সংসদ সদস্য করা যায়, তা এখনও ভাবেননি মমতা।
দলের সঙ্গে বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম জড়ানোর পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে মিঠুন চক্রবর্তীর। একপর্যায়ে তাতে তারও নাম জড়ায়। এরপরেই রাজনীতির সঙ্গে আস্তে আস্তে সম্পর্কচ্ছেদ করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।