৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

শেখ হাসিনার বুদ্ধিমত্তায় রোহিঙ্গা সংকট দুরিভূত হচ্ছে : ওবায়দুল কাদের

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুতায়নের জন্য ২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতায়নের কাজ শুরু হবে। আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত সময়ে মধ্যে বাংলাদেশ যে অস্থায়ী আবাসন, স্যানিটেশন, চিকিৎসাসহ বিশুদ্ধ পানি সরবাহ নিশ্চিত করেছে বিশ্বে বিরল। শেখ হাসিনার যথাযত পদক্ষেপের কারণে তা সম্ভব হয়েছে।

সোমবার দুপুরে কক্সবাজারে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারিদের একদিনের বেতনের ২০লাখ টাকা রোহিঙ্গাদের সাহায্যে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় আওয়ামীলীগের প্রেডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, আওয়ামীলীগ নেতা রাশেদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকের হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুদান হস্তান্তর অনুষ্ঠানে একটি হোটেলে আয়োজিত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী মন্ত্রী ওবায়দুল কাদের কাছে অর্থসহায়তার চেক হস্তান্তর করেন।

এর আগে, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারের ১২টি অস্থায়ী ক্যাম্পে সোলার লাইট সংযুক্ত করে রোহিঙ্গা পল্লীগুলোকেও আলোকিত করা হবে। মিয়ানমারের এক মন্ত্রীর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মিয়ানমারের মন্ত্রী ২দিনের মধ্যে রেসপন্স করবেন এবং মিয়ানমারের নাগরিকদের সম্মানের সাথে স্বীকৃতি দিয়ে সেদেশে ফিরিয়ে নিয়ে যেতে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।