১৭ ডিসেম্বর, ২০২৫ | ২ পৌষ, ১৪৩২ | ২৫ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

‘শেখ হাসিনার অধীনেই সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, গাজীপুর তার প্রমাণ ’

নিজস্ব প্রতিনিধি:
‘নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। তারা  নিরপেক্ষ নয়, মতলববাজ। শেখ হাসিনার অধীনেই নিরপেক্ষ নির্বাচন যে হতে পারে, গাজিপুরের সিটি কর্পোরেশন নির্বাচন দেখলে তা বুঝা যায়। নির্বাচন নিয়ে বিএনপির কথা মিথ্যা প্রমাণিত হয়েছে’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার (২৮ মে) দুপুরে কক্সবাজারের রামুতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে এসব মন্তব্য করেছেন তিনি। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং ফলক উন্মোচন করেন মন্ত্রী।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘দেশের শাসন ব্যবস্থায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে ২৩ বছর আমরা দেশ পরিচালনা করছি। বিএনপি, জামায়াত, এরশাদ ২৯ বছর দেশ শাসন করেছে। তালিকা করে দেখুন কারা দেশের উন্নয়ন বেশি করেছে। আজকের বাংলাদেশের উন্নয়নের চিত্র দেখলে বুঝতে পারা যায়। শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সামাজিক নিরাপত্তার বলয়ে নিয়ে এসেছেন। এখন মানুষ অভুক্ত ও গৃহহীন থাকে না।’
এলজিইডি কক্সবাজারের তত্ত্বাবধানে ৩ কোটি ৭২ লাখ ১৩ হাজার টাকা ব্যয়ে রামু বাইপাস ফুটবল চত্ত্বরের পশ্চিম পাশে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী আরও বলেন, ‘স্মৃতি চিহ্ন হিসেবে মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ করা হবে। উপজেলা ভিত্তিক সড়কগুলো মুক্তিযোদ্ধাদের নামে করা হবে। আমাদের শুধু মুক্তিযুদ্ধের চেতনায় থাকলে হবে না। আমাদের সন্তানকে, প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেন চলতে পারে, প্রজন্মকে সে ভাবেই বড় করতে হবে।’
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ , রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, নুরুল হক চেয়ারম্যান, সিরাজুল হক রেজা, আবু আহমদ, জাফর আলম চৌধুরী।
অনু্ষ্ঠানে মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ সানোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক আব্দুল হাকিম, কক্সবাজার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।