২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

খুরুশকুলে আওয়ামী লীগের আলোচনা সভায় মেয়র মুজিবুর রহমান

শেখ হাসিনাকে গ্রেফতার করে জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধের অপপ্রয়াস চালিয়েছিলো

সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেছেন, শেখ হাসিনাকে গ্রেফতারের মধ্যদিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালিয়েছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। সেদিন শেখ হাসিনা আদালতের গেইটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের অগ্নিঝরা বক্তৃতার মাধ্যমে তৎকালীন সরকারের হীন-রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

গ্রেফতার পূর্ব মুহূর্তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি চিঠির মাধ্যমে দেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান। এরপর আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধুকন্যার আপোষহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবীর পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তির মাধ্যমে টানা তিন মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব পালন করে আজ বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তর করেছেন জাতির জনকের কন্যা। সেই ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকার জন্য ভোট চান মেয়র মুজিব।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরিন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু বাজারে খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সভাপতি মোঃ রফিক উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট রনজিত দাশ, নুরুল আজিম কনক, জসিম উদ্দিন চেয়ারম্যান, মির্জা ওবাইদ  রুমেল, মোহাম্মদ মোহীদুল্লাহ,অধ্যাপিকা রোমানা আক্তার,আলিম উদ্দিন আলিম,রমজান আলী জিতু, হাসান সিকদার, দিদারুল আলম, খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মোটর সাইকেল শোভাযাত্রায় মেয়র মুজিবুর রহমানকে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। পরে সভাস্থলে পৌঁছলে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।