২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ঢেমুশিয়া বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনে-জাফর আলম

শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে দেশকে বদলে দিচ্ছেন, আলোকিত করছেন ক্রীড়াঙ্গন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার উপকুলীয় জনপদে ব্যাপক আয়োজনে গতকাল শুক্রবার বিকালে ঢেমুশিয়া বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রোস্তম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, চট্টগ্রাম স্পোর্টস একাডেমী ও শেখ কামাল স্মৃতি সংসদ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ক্রীড়া সংগঠক সেলিম আসলাম চৌধুরী সোহেল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এডভোকেট রবিউল এহেছান, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্য, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়ামোধী সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেছেন, পাকিস্তানীদের দোসর খুনী ঘাতকরা পেছনের দরজায় ক্ষমতায় এসে বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছিলো। অনেক বাঁধা বিপত্তি অতিক্রম করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় এসেই উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছেন। তলাবিহীন ঝুঁড়ির বদলে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ^দরবারে মর্যাদার আসনে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে বিশে^র ২৮তম ধনী রাষ্ট্র। তাঁর নেতৃত্ব আগামীতেও বহাল থাকলে নিকট ভবিষ্যতে বাংলাদেশ এগিয়ে যাবে।

উপজেলা চেয়ারম্যান বলেন, আওয়ামীলীগ সরকারে আমলে উন্নয়নের পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনও। বর্তমান সরকারের আমলে দেশের ক্রীড়াঙ্গন ব্যাপকভাবে আলোকিত হচ্ছে। কারণ সরকার প্রধান শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তার অনুপ্রেরণা আর উৎসাহে দেশের দামাল ছেলেরা অসাধারণ নৈপুর্ণ্য দেখিয়ে বিশে^র দরবারে বাংলাদেশের সুনাম ও মর্যাদা অব্যাহত রেখেছে। তিনি বলেন, বর্তমান সরকার লেখাপড়ার পাশপাশি নতুন প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরী করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবর্তন করেছে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। নির্মাণ করা হচ্ছে মিনি স্টেডিয়াম। যাতে করে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াশৈলীর মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।