১২ অক্টোবর, ২০২৫ | ২৭ আশ্বিন, ১৪৩২ | ১৯ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

শীঘ্রই কক্সবাজারে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে; এমপি কমল

এহসান আল কুতুবীঃ

কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, কক্সবাজারে শিক্ষার গুনগত মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছি। তিনি এ দাবীর প্রতি সমর্থন করে ” বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়” নামে একটি বিশ্ববিদ্যালয় করার সম্মতি জানিয়েছেন।
ইনশাআল্লাহ, এই অর্থ বছরে প্ল্যানিং এর মাধ্যমে দ্রুত বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে।
রবিবার ( ২ফেব্রুয়ারী) ‘কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় চাই’ পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করলে তিঁনি এসব কথা বলেন।
কমল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কক্সবাজারে অনেক মেগা প্রজেক্ট বাস্তবায়ন করতে যাচ্ছেন। ইতিমধ্যে সেনানিবাস, গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ, আন্তর্জাতিক মানের বিমানবন্দর, কক্সবাজার মেডিকেল কলেজ, মেরিন ড্রাইভ রোড, রেললাইন ও কক্সবাজার- চট্টগ্রাম সড়ক চারলেনে উন্নীতকরণসহ অনেক প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে ও অনেক প্রজেক্টের কাজ চলমান। এসব মেগা প্রজেক্টের সাথে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হলে কক্সবাজারের ঝরে পড়া মেধাবী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ পাবে।

সংগঠন এর সমন্বয়ক মুহাম্মদ মোয়াজ্জম মোর্শেদ এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, মাহিব উল্লাহ, এজাজ উল্লাহ, হুমায়ুন কবির, মরিয়ম আক্তার মনি, রাজিবুল হক চৌধুরী, মেহেদী হাসান, ইমরানুল হক, নুরুল আবসার, তাওহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিগন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।