১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

শহরের পাহাড়তলী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার


কক্সবাজার শহরের পাহাড়তলী সাত্তারঘোনা থেকে শাহ আলম (২৬) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহ আলম টেকনাফ উপজেলার বাহারছড়ার শামলাপুর এলাকার আনছার হোসেনের পুত্র।
নিহতে ছোট ভাই সিএনজি চালক জাহেদ জানান, এক ভাগিনাকে নিয়ে দুপুরের দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসেন শাহ আলম। এসেই কক্সবাজার সদর মডেল থানার সামনে ভাগিনাকে জাহেদের কাছে দিয়ে যায় তিনি। এর মধ্যে বিকাল ৪টার দিকে শাহ আলমের বোন চট্টগ্রাম থেকে জাহেদকে জানান তাদের ভাই শাহ আলম অপহরণ হয়েছে। কিছুক্ষণ পর শাহ আলমের মোবাইল থেকে জাহেদের মোবাইলেও কল আসে। ফোনে শাহ আলম জানায়, তাকে অপহরণ করা হয়েছে। পরে অন্য একজন মোবাইল কেড়ে নিয়ে জাহেদকে বলেন, ‘তোর ভাইয়ের হাত কেটে নেয়া হবে।’ তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়া হয়। পুলিশকে সাথে জাহেদ পাহাড়তলী সাত্তারঘোনায় যায় জাহেদ। সেখানে গিয়েই খোঁজাখুঁিজর এক পর্যায়ে পাহাড়ের খাদে দু’ঘরের মাঝখানে শাহ আলমের মৃতদেহটি পাওয়া যায়।
মৃতদেহ উদ্ধারকারী দলের নেতৃত্বদানকারী কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক সুবির পাল জানান, মৃতদেহটি উদ্ধার করে মর্গে আনা হয়েছে। মৃতদেহের শরীতে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও বিদ্যুতের শক দেয়ার চিহ্নও রয়েছে। বিস্তারিত ময়না তদন্তের পর জানা যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।