
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ ২৪ নভেম্বর সকাল আনুমানিক ১২টায় অভিযান চালিয়ে দু’স্থান থেকে গাঁজা ও পেনসিডিল উদ্ধার করেছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আব্দুর রশিদ প্রকাশ দুলা মিয়া (৩৫)। সে আমিরাবাদ ইউনিয়নের হাঁছির পাড়া এলাকার মৃত নুরুল কবিরের পুত্র। সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জাহান পিপিএম (বার) ও থানার উপ-পরিদর্শক এসআই সোহরাওয়ার্দি (সরওয়ার) সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান চালিয়ে হাছির পাড়া উল্লেখিত ব্যক্তির বাড়ি থেকে ৮কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসে। পরে আটককৃত আব্দুর রশিদ প্রকাশ দুলা মিয়া স্বীকারোক্তি মতে দরবেশহাট রোড সংলগ্ন জোনাবীর পাড়া এলাকার এনায়েত আলীর পুত্র ফোরকান ওরফে ডাইল ফোরকানের একটি কলোনী থেকে ৭০বোতল পেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জাহান পিপিএম (বার) জানিয়েছেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।