৯ আগস্ট, ২০২৫ | ২৫ শ্রাবণ, ১৪৩২ | ১৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

লোহাগাড়ায় বটতলী মোটর স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্ন ও অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া থানায় পুলিশ সেবা সপ্তাহ-১৯ গত ২৭ জানুয়ারি হইতে শুরু হয়ে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে থানা সুত্রে জানা গেছে।লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ এলাকায় ২৯জানুয়ারী সকালে আরকান মহাসড়কের দু`পাশে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকান উচ্ছেদ অভিযান ও স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান করা হয়েছে। ঝাড়ু নিয়ে বটতলী মোটর স্টেশনকে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম। এসময় সাথে ছিলেন লোহাগাড়া ট্রাফিক বিভাগের টিআই মুজিবুর রহমান, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবু নিবাস দাশ সাগর,লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক,এসআই মুহাম্মদ আবদুল আউয়াল,এসআই অজয় দেবশীল,সার্জেন্ট মাহবুব আলম খাঁন, এএসআই শফি উল্লাহ, এএসআই নুরুন্নবী।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেন, বটতলী মোটর স্টেশনের দু`পাশে কোন ধরণের অবৈধ স্হাপনা থাকতে পারবেনা।স্টেশনকে যানজটমুক্ত করার লক্ষ্যে লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি। এ স্টেশনকে যানজটমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।