৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

লোহাগাড়ায় আরকান সড়ক ট্রাক, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক মালিক সমিতির উদ্বোধনী অনুষ্টান

04.12.16 1চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আরকান সড়ক, ট্রাক, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক মালিক সমিতির উদ্বোধনী অনুষ্টান ৩ ডিসেম্বর বিকেলে বটতলী পুরাতন ষ্টেশনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিজনুর রহমান। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার)। সংগঠনের নব নির্বাচিত সভাপতি, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাজা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সংগঠনের উপদেষ্টা সুলতান আহমদ চৌধুরী বাদশা, চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক মালিক সমিতির আঞ্চলিক শাখার সভাপতি আবদুল নবী লেবু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ট্রাক কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুর রহমান শফি, সাধারণ সম্পাদক আবদুস ছবুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আরকান সড়ক ট্রাক, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হক নুনু। উপজেলা যুবলীগ নেতা আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগ নেতা ও সাবেক ছাত্র নোত নুরুল আলম জিকু, লোহাগাড়া উপজেলা আরকান সড়ক ট্রাক, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি ওবাইদূল হাকিম, সহ-সাধারণ সম্পাদক ও ব্যাংকার এহছানুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী, দপ্তর সম্পাদক মিজানুল হক, প্রচার সম্পাদক আবু খাঁন, অর্থ সম্পাদক আছাদ আলী, সহ অর্থ সম্পাদক মোঃ হামিদ, তথ্য ও গবেষনা সম্পাদক জামাল হোসেন, শ্রমিক নেতা আবু তৈয়ব, ইসলাম সাহেব প্রমুখ। সভায় বক্তারা যে কোন ধরনের সমস্যা মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে সমাধানের আশ্বাস দেন। শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি দেন। এছাড়াও শ্রমিক নেতারা লোহাগাড়ায় ট্রাক ও মিনি ট্রাকের জন্য একটি ষ্টেশনের জোর দাবী জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।