৬ মে, ২০২৫ | ২৩ বৈশাখ, ১৪৩২ | ৭ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

লোহাগাড়ায় আরকান মহাসড়কে ইট-বালু দিয়ে গর্ত ভরাট

রায়হান সিকদার,লোহাগাড়াঃ কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মহাসড়ক সংস্কারে ব্যবহার করা হচ্ছে ইট-বালু। এতে করে ভারী বৃষ্টি হলে রাস্তা আবারও খান্দাখন্দে ভরে যাবে। এতে চরম দুর্ভোগ পোহাতে হতে পারে সাধারণ যাত্রীদের।

মহা সড়কের বড় বড় গর্ত ইট ও বালু ফেলে ভরাট করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কর্তৃপক্ষ।

বিভিন্ন স্থানে অসংখ্য গর্ত ও খানাখন্দের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। মহাসড়কের গর্ত সৃষ্টি হওয়া নিয়ে
চট্টগ্রামের অনলাইন নিউজ পোর্টাল ‘দেশবাংলা”সহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের কোথাও কোথাও ইট-বালু দিয়ে গর্ত ভরাট করা হচ্ছে। এতে করে কোনো প্রকার সুফল পাওয়া যাবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃষ্টি কমার পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এসব গর্তের সাময়িক মেরামতের কাজ শুরু করেছে।তাও ইট ও বালি দিয়ে সড়কের গর্তগুলোর সংস্কারের কাজ করছে। সাময়িক সংস্কারের কারণে সড়ক উঁচু-নিচু হয়ে যাওয়ায় যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে বলে জানিয়েছেন মহাসড়কের বিভিন্ন গাড়ীর চালকেরা।

এ বিষয়ে দোহাজারী সওজ`র নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন মুঠোফোনে উক্ত প্রতিবেদককে বলেন, টানা বৃষ্টির কারণে সংস্কারকাজ পুরোপুরি করা সম্ভব হচ্ছে না। আপাতত ইট- বালু দিয়ে গর্ত গুলো ভরাট করে দিচ্ছি। বৃষ্টি কমে গেলে নতুন করে সংস্কার কাজ শুরু করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।