
লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের বানোয়ার পাড়া এলাকায় গাছ থেকে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। নিহত বৃদ্ধার নাম মো: হারুন (৬২)। সে ওই এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র। ১০ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১টায় এঘটনাটি ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, হারুন ঐ এলাকার ইলিয়াছ মেম্বারের বাড়িতে গাছের ডাল কাটার উপর থেকে ছিটকে পড়ে যায় বলে স্থানীয়রা জানান। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক বৃদ্ধ মো: হারুন গাছ থেকে পড়ে যাওয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে লোহাগাড়া থানার এস.আই লিটন চন্দ্র সিংহ ও এএসআই ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের সুরতহাল শেষে পারিবারিক কবরস্থানে একই দিন সন্ধ্যায় দাফন সম্পন্ন হয়েছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।