২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদক বিক্রেতাসহ গ্রেফতার-৭

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়ায় বিশেষ পৃথক অভিযানে মাদক ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৭জনকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল ২৭ জুন (বৃহস্পতিবার) দিনব্যাপী অভিযানে তাদের আটক করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সুত্রে জানা যায়,সাজাপ্রাপ্ত ও মাদক মামলায় আটককৃত আসামীরা হলেন যথাক্রমে লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান, ফাতেহ আলী পাড়ার আলী আহমদের পুত্র মোঃ ফারুক(৪০),কলাউজান ইউনিয়নের
পূর্ব কলাউজান, মিয়াজী পাড়ার মৃত রাজ কিশোর বড়ুয়ার পুত্র
বিমাংশু বড়ুয়া (৫৫), পুটিবিলার নালার কূল এলাকার কাজল আহম্মদের পুত্র মোঃ নাজিম উদ্দিন(৩৩),বড়হাতিয়া হাজি পাড়ার আবুল শরীফের পুত্র মোঃ নাজিম(২৬)।
এসময় নাজিম উদ্দিনের কাছ থেকে ২১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে,ওয়ারেন্টভুক্ত আসামীরা যথাক্রমে চুনতি ইউপির বাগান পাড়া এলাকার গফুর ড্রাইভারের পুত্র সাহেদ উদ্দিন প্রকাশ সাহেদ (২০),
বড়হাতিয়া হাজির পাড়া এলাকার সৈয়দুল হকের পুত্র আবুল কালাম(২৫) ও পদুয়া মেহের আলী মুন্সির বাড়ীর মৃত নজির আহম্মদের পুত্র মোঃ ফারুক(৩০)।

পৃথক পৃথক অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার এস আই বেলাল, এসআই পিযুষ কুমার দাশ, এ এস আই শাকিল রানা, এএসআই শফিউল্লাহ ও এএসআই চন্দ্র কুমার কুর্মী সঙ্গীয় ফোর্স।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,থানা পুলিশের বিশেষ পৃথক অভিযানে মাদক বিক্রেতা, সাজাপ্রাপ্ত আসামীসহ ৯জন গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামীদের আজ সকালে আদলতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।