১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

লিভার ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা কেএন মুজিবের ইন্তেকাল: কাল সকাল ১১টায় জানাজা

হুমায়ূন রশিদ,(টেকনাফ): লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা কেএন মুজিব ইন্তেকাল করেছেন। কাল সকালে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে।
সুত্র জানায়,১৮সেপ্টেম্বর রাত পৌনে ৮টারদিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা কেএন মুজিব (৫২) ইন্তেকাল করেন। সাবেক জেলা ছাত্রদলের সহসভাপতি,টেকনাফ উপজেলা বিএনপির সাবেক যুগ্নসম্পাদক ও কক্সবাজার জেলা জিয়া পরিষদের সাবেক আহবায়ক কেএন মুজিব ডায়াবেটিস ও সিরোসিস অব লিভার (লিভার ক্যান্সার) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এর আগে তিনি এই রোগে আক্রান্ত হয়ে ঢাকা গ্যাস্ট্রো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান হতে বাড়ি ফেরার পর আবারো অবস্থার অবনতি হলে তিনি কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। কিছুটা সুস্থতাবোধ করলে আবারো বাড়ি ফিরে যান। পুনরায় অবস্থার অবনতি হলে আবারো কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। তিনি হ্নীলা পূর্ব সিকদার পাড়া মরহুম কাদের হোছন মিস্ত্রীর ২য় ছেলে। মৃত্যুকালে স্ত্রী,৩মেয়ে,ভাই-বোন,আতœীয়-স্বজনসহ রাজনৈতিক সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন তিনি। উদীয়মান এই রাজনৈতিক নেতার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। ১৯সেপ্টেম্বর সকাল ১১টায় হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র জানিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।