১২ নভেম্বর, ২০২৫ | ২৭ কার্তিক, ১৪৩২ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক

লামায় পাহাড় ধস : মা-ছেলেসহ ৪ লাশ উদ্ধার, নিখোঁজ ২

Bandarban_thereport24.com

অবিরাম বর্ষণে বান্দরবানের লামায় পাহাড় ধসে মা-ছেলেসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মাটির নিচ থেকে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন দু’জন। শুক্রবার রাত পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

পার্বত্য জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জানান, লামা উপজেলা সদরের হাসপাতালপাড়া এলাকায় অবিরাম বর্ষণের সময় মধ্যরাতে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। এতে শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- রোজিনা আক্তার (৩০), তার শিশুপুত্র মো. সাজ্জাদ (৪), আমেনা বেগম (৩০) ও সাগর আহম্মদ (১৪)। এখনো মাটির নিচে নিখোঁজ রয়েছেন বশির আহম্মদ (৬০) ও ফাতেমা আক্তার (১৬)।

আশঙ্কাজন অবস্থায় মাটির নিচ থেকে দেলু মিয়া (৭০) ও আরাফাত (১৮) নামে দু’জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদ মাহমুদ জানান, উদ্ধার তৎপরতা এখনো চলছে। মাটির নিচে এখনো দু’জন নিখোঁজ রয়েছেন। মা-ছেলেসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রবিউল জানান, বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। পাহাড় ধসে চাপা পড়া আটজনের মধ্যে চারজনের লাশ এবং দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।