অবিরাম বর্ষণে বান্দরবানের লামায় পাহাড় ধসে মা-ছেলেসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মাটির নিচ থেকে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন দু’জন। শুক্রবার রাত পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
পার্বত্য জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জানান, লামা উপজেলা সদরের হাসপাতালপাড়া এলাকায় অবিরাম বর্ষণের সময় মধ্যরাতে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। এতে শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- রোজিনা আক্তার (৩০), তার শিশুপুত্র মো. সাজ্জাদ (৪), আমেনা বেগম (৩০) ও সাগর আহম্মদ (১৪)। এখনো মাটির নিচে নিখোঁজ রয়েছেন বশির আহম্মদ (৬০) ও ফাতেমা আক্তার (১৬)।
আশঙ্কাজন অবস্থায় মাটির নিচ থেকে দেলু মিয়া (৭০) ও আরাফাত (১৮) নামে দু’জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদ মাহমুদ জানান, উদ্ধার তৎপরতা এখনো চলছে। মাটির নিচে এখনো দু’জন নিখোঁজ রয়েছেন। মা-ছেলেসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রবিউল জানান, বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। পাহাড় ধসে চাপা পড়া আটজনের মধ্যে চারজনের লাশ এবং দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।