২০ সেপ্টেম্বর, ২০২৫ | ৫ আশ্বিন, ১৪৩২ | ২৭ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

লামার রুপসীপাড়ায় আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থীদের ভাতা আত্মসাতের অভিযোগ

img_20161203_153117
বান্দরবানের লামা উপজেলা আনসার-ভিডিপি অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের নামে যুবকদের কাছ থেকে অর্ধলক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গত ২০ নবেম্বর উপজেলার রুপসীপাড়া ইউপি কমপ্লেক্স মিলনায়তনে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা আনসার-ভিডিপি অফিস। ১০ দিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহন করেন রুপসীপাড়া ইউনিয়নের নারী পুরুষ সহ ৬৪ জন প্রশিক্ষনার্থী। নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রশিক্ষানার্থী দিন প্রতি ৯০ টাকা করে ১০ কর্মদিবস শেষে ৯ শত টাকা সম্মানিভাতা ও বিনামূল্যে প্রশিক্ষণ সনদ প্রদান করার কথা থাকলেও এখানে তার উল্টো নিয়ম ঘটেছে।

মোঃ বাসেদ, জাবের উদ্দিন, মনোয়ারা বেগম, ফরিদা বেগম সহ একাদিক ভুক্তভোগী প্রশিক্ষণার্থীরা জানান, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ৬৪ জন প্রশিক্ষণার্থীকে ২০ নবেম্বর থেকে ০১ ডিসেম্বর পর্যন্ত মোট ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশ্রহণকারীর অনুকূলে মাথাপিছু ৯০০ টাকা হারে ভাতা প্রদান করার কথা থাকলেও অংশ্রহণকারীদের হাজিরা শিটে অনুপস্থিত দেখিয়ে জনপ্রতি ৪০০-৫০০শত টাকা কেটে নেয় ওই অর্থ আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও টিআই জাহাঙ্গীর আলম মিলে আত্মসাত করেন।
অবশিষ্ট টাকা চাইতে গেলে প্রশিক্ষণ সনদ ও ভাতা দিবেনা বলেও হুমকি দেয় টিআই জাহাঙ্গীর আলম।

লামা উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, শুধু অনুপস্থিত প্রশিক্ষণার্থীর ভাতা কেটে রাখা হয়েছে, নিয়মের বাইরে আমি কিছুই করিনি, অবশিষ্ট টাকা আমরা ট্রেজারির মাধ্যমে জেলায় জমা দিব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।