১১ নভেম্বর, ২০২৫ | ২৬ কার্তিক, ১৪৩২ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক

লামার আজিজনগরে আদালতের নির্দেশে ভুয়া কাজী সাদেক কামাল আটক

img_20161207_000504

বান্দরবানের লামার আজিজনগরে নিয়োগ প্রাপ্ত না হওয়া সত্বেও ভুয়া কার্যক্রম চালানোর অভিযোগে মোঃ সাদেক কামাল (৩২) নামক একজন ভুয়া নিকাহ ও তালাক রেজিষ্টারকে আটক করা হয়েছে। মঙ্গলবার লামা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভুয়া কাজীকে আটকের আদেশ দিয়েছেন।
জানা গেছে, আজিজনগর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্টার কাজী আব্দুন নুর গত ২০১০ইং সনে মারা যায়। মৃত কাজীর ছেলে মোঃ ছাদেক কামাল আজিজনগর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্টার হিসাবে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করলেও সে নিয়োগ পায়নি। বর্তমানে আজিজনগর ইউনিয়নে কাজীর পদ শূণ্য রয়েছে।
আব্দুল মতলব (৩৮) নামে একজন অভিযোগকারী জানিয়েছেন, ৭০ হাজার টাকা দেনমোহরে নুরনাহার বেগম(৩১) এর সাথে তার বিবাহ হয়। পারিবারিক কলহের জের ধরে নুরনাহার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত লামায় সিআর মামলা ০৭/২০১৬ দায়ের করেন। মামলায় ১৯৮০ ইং সনের যৌতুক নিরোধ আইনের ৪ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার আরজিতে ১ লক্ষ ৭০ হাজার টাকা দেন মোহরের দাবী করা হয়েছে এবং এই দাবীর সমর্থনে মোঃ ছাদেক কামাল (৩২) কর্তৃক প্রদত্ত নিকাহ রেজিষ্টার এর কাবীননামা নকলকপি সংযুক্ত করা হয়েছে।
বিজ্ঞ আদালত মামলায় সংযুক্ত কাবীননামার নকলকপি যাচাই করার জন্য মুল বালাম বই আদালতে উপস্থাপন করার নির্দেশ দিলে কাজী মোঃ ছাদেক কামাল তা আদালতে উপস্থাপনে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার অন্য মামলার হাজিরা দিতে আসলে বিজ্ঞ আদালত ছাদেক কামালকে আটকের নির্দেশ দেন। দীর্ঘ ৩ঘন্টা কোর্ট হাজতে আটক থাকার পর আদালত তাকে জামিন দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।