১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ২ আশ্বিন, ১৪৩২ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

লামার অাজিজনগরে স্বামীকে কুপিয়ে স্ত্রী অাত্নগোপনে

jokom
পারিবারিক কলহের জের ধরে গৃহবধু রহিমা খাতুন(২৭) এর দায়ের কোপে গুরুতর জখম হয়েছে স্বামী সোনা মিয়া(৫০)। বৃহস্পতিবার গভীর রাতে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বি ছালেয়াং গ্রামে এঘটনা ঘটেছে। আহত সোনা মিয়া কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিনালা এলাকার সোলাইমানের ছেলে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার হারিছ মিয়া জানায়, সোনা মিয়া ও তার স্ত্রী রহিমা আাজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বি ছালেয়াং পাড়া এলাকায় আবু খালেকের বাগানে কেয়ারটেকার হিসেবে কাজ করে করতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে স্ত্রী উত্তেজিত হয়ে স্বামীকে ঘরে থাকা দারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দেয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে পাশাপাশি লোহাগাড়া উপজেলার লাইভ কেয়ার হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সত্যতা স্বীকার করে আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউনুচ মিয়া বলেন, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে সোনা মিয়ার স্ত্রী রহিমা খাতুন গা ঢাকা দিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।