২৪ অক্টোবর, ২০২৫ | ৮ কার্তিক, ১৪৩২ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫


লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাহিরে হওয়া গুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জন। প্রাথমিকভাবে জানা যায়, এ ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত হয়। কিন্তু পরবর্তীতে বিবিসি জানায়, পার্লামেন্ট ভবনের বাহিরে হওয়া এই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ৫ জন এবং আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। এই ঘটনায় গোটা পার্লামেন্ট এলাকা বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে মুলতবি ঘোষণা করা হয়েছে পার্লামেন্টের অধিবেশন।

এই হামলায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত পুলিশ অফিসারের নাম পিসি কেইথ পালমার (৪৮)। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, এই হামলা ‘অসুস্থ ও নির্লজ্জ’। এর মাধ্যমে আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্ত কথা বলার অধিকারের বিরুদ্ধে হামলা করা হল।

এই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কিন্তু তার নাম পুলিশ গণমাধ্যমকে জানায়নি।

সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত পুলিশ অফিসার পিসি কেইথ পালমার।

ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার এবং লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান মার্ক রাওলি বলেন, হামলাকারীর বিস্তারিত পরিচয় আমরা পেয়েছি। এই হামলার জন্য আন্তর্জাতিক ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলো থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন এই ব্যক্তি।

এই হামলার পর থেকে এখন পর্যন্ত গোটা এলাকা জুড়ে সশস্ত্র পুলিশের উপস্থিতি দেখা গেছে। বিবিসি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।