২৭ জুলাই, ২০২৫ | ১২ শ্রাবণ, ১৪৩২ | ১ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

রোহিঙ্গার সমস্যা সমাধানে সরকার আন্তরিক-ওবায়দুল কাদের


শফিক আজাদ,(চীপ রিপোর্টার):আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে। ইতিমধ্যে সারা বিশ^ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে দেওয়া প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের অবস্থান এখনো পরিস্কার নয়। এ কারণে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গাদের এখনো বাংলাদেশে আসা অব্যাহত রয়েছে। তাই, রোহিঙ্গা শরণাথীদের মধ্যে ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার থেকে সেনা বাহিনী পুরোদমে কাজ শুরু করেছে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ঘিরে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সজাগ রয়েছে বলেও জানান তিনি।
রবিবার(২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ৬শ লেট্টিন ও ৬শ টিউবওয়েল স্থাপনের কাজ উদ্ভোধন করেন। এসব কাজ সুস্থু ভাবে সম্পন্ন হচ্ছে কিনা দলীয় নেতাকর্মীদের খোঁজ খবর রাখার আহবান জানান মন্ত্রী। এসময় আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম সহ কেন্দ্রীয় কক্সবাজার জেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এর আগে রবিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি সদরে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, গত ৪ ধরে আওয়ামীলীগের পক্ষে ওবায়দুল কাদের উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।