১৭ ডিসেম্বর, ২০২৫ | ২ পৌষ, ১৪৩২ | ২৫ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

‘রোহিঙ্গা নির্যাতন বন্ধে সু চি’র আরও ভূমিকা রাখা উচিত ছিল’

মিয়ানমারের রাখাইন প্রদেশে রাহিঙ্গাদের ওপর মিয়ানমারের সশস্ত্র বাহিনীর হামলা নিয়ন্ত্রণে অংসান সু চি’র আরও ভূমিকা রাখা উচিত ছিল বলে জানিয়েছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরজ বেন্দে। তিনি বলেন, ‘আমার মনে হয় রাখাইন প্রদেশের অবস্থা নিয়ন্ত্রণে অংসাং সুচির আরও বেশি কিছু করা উচিত ছিল।

সোমবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে যুব নেতৃত্বের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠানে অংসান সু চি’র নোবেল পুরস্কার পাওয়া এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের প্রশংসা করে বোরজ বেন্দে বলেন, ‘বাংলাদেশ সরকার যেসব রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে এসেছে তাদের গ্রহণ করেছে। অক্টোবর থেকে মিয়ানমারে সশস্ত্র বাহিনীর হামলার কারণে শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন, হাজার হাজার রোহিঙ্গা গৃহহারা হয়েছে। প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন।’

তিনি আরও বলেন, ‘নোবেল পুরস্কার একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটির মাধ্যমে দেওয়া হয়। এখানে নরওয়ে সরকারের কোনও ভূমিকা নেই। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয় একজন নাগরিক বা ব্যক্তি হিসেবে অংসান সূচি যখন নোবেল পেয়েছিলেন তখন আমি খুশি হয়েছিলাম।’

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের রাজনীতি অনেক জটিল এবং সামরিক বাহিনী এখনও ২৫ শতাংশ সংসদ নিয়ন্ত্রণ করে। মিয়ানমারে এখনও পুরাপুরি গণতন্ত্র আসেনি এবং অংসান সুচির ক্ষমতার সীমাবদ্ধতা আছে।’

এ সময় তিনি রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের সঙ্গে অগ্রহণযোগ্য ব্যবহারের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারেরর ওপর চাপ তৈরি করার আহ্বান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।