২৩ অক্টোবর, ২০২৫ | ৭ কার্তিক, ১৪৩২ | ৩০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

‘রোহিঙ্গা নির্যাতন বন্ধে সু চি’র আরও ভূমিকা রাখা উচিত ছিল’

মিয়ানমারের রাখাইন প্রদেশে রাহিঙ্গাদের ওপর মিয়ানমারের সশস্ত্র বাহিনীর হামলা নিয়ন্ত্রণে অংসান সু চি’র আরও ভূমিকা রাখা উচিত ছিল বলে জানিয়েছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরজ বেন্দে। তিনি বলেন, ‘আমার মনে হয় রাখাইন প্রদেশের অবস্থা নিয়ন্ত্রণে অংসাং সুচির আরও বেশি কিছু করা উচিত ছিল।

সোমবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে যুব নেতৃত্বের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠানে অংসান সু চি’র নোবেল পুরস্কার পাওয়া এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের প্রশংসা করে বোরজ বেন্দে বলেন, ‘বাংলাদেশ সরকার যেসব রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে এসেছে তাদের গ্রহণ করেছে। অক্টোবর থেকে মিয়ানমারে সশস্ত্র বাহিনীর হামলার কারণে শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন, হাজার হাজার রোহিঙ্গা গৃহহারা হয়েছে। প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন।’

তিনি আরও বলেন, ‘নোবেল পুরস্কার একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটির মাধ্যমে দেওয়া হয়। এখানে নরওয়ে সরকারের কোনও ভূমিকা নেই। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয় একজন নাগরিক বা ব্যক্তি হিসেবে অংসান সূচি যখন নোবেল পেয়েছিলেন তখন আমি খুশি হয়েছিলাম।’

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের রাজনীতি অনেক জটিল এবং সামরিক বাহিনী এখনও ২৫ শতাংশ সংসদ নিয়ন্ত্রণ করে। মিয়ানমারে এখনও পুরাপুরি গণতন্ত্র আসেনি এবং অংসান সুচির ক্ষমতার সীমাবদ্ধতা আছে।’

এ সময় তিনি রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের সঙ্গে অগ্রহণযোগ্য ব্যবহারের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারেরর ওপর চাপ তৈরি করার আহ্বান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।