১৫ অক্টোবর, ২০২৫ | ৩০ আশ্বিন, ১৪৩২ | ২২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ব্যবহৃত গাড়িতে ইয়াবা পাচার; ১ লাখ ১৫ হাজার ইয়াবাসহ চালক আটক

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিও সংস্থার ব্যবহৃত এসি মিনিবাস থেকে ১ লাখ ১৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় আটক করা হয়ে ওই গাড়ির চালককে।
মঙ্গলবার মধ্য রাতে টেকনাফ পৌরসভার কেকেপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক চালক মোহাম্মদ সাহেদ (২০), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার শাহ আলমের ছেলে।

ঢাকা মেট্রো – ঝ – ১১-০০৮৯ নম্বরের মিনিবাসটি কুইকার পাসপোর্ট এন্ড লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠান থেকে একটি এনজিও সংস্থা ভাড়া নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ব্যবহৃত করছে বলে জানালেও এনজিও সংস্থাটির নাম প্রকাশ করেননি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ প্রধান সড়কের কেকে পাড়ার বাদশা ভাত ঘরের সামনে অবস্থানরত এসি মিনিবাসটি তল্লাশী চালানো হয়। এসময় বাসটির সাইড বডিতে বিশেষ কায়দায় লুকানো ১ লাখ ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় চালককে। গাড়িতে প্রাপ্ত কিছু ডকুমেন্টস থেকে জানা গেছে এটি কুইকার পাসপোর্ট এন্ড লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। যা ভাড়া দেয়া হয়েছে একটি এনজিও সংস্থাকে।
তিনি জানান, এই মাদক কারবারে কে বা কারা জড়িত এ বিষয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তে আসা সম্ভব। এব্যাপারে টেকনাফ থানায় মামলা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের কর্মকর্তারা তদন্ত করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।