১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

রোহিঙ্গা অপরাধ ঠেকাতে উখিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩২

বিভিন্ন চোরাপথে ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজার জেলায় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। এই অপরাধ ঠেকাতে উখিয়া থানা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান শুরু করা করা হচ্ছে।

মঙ্গলবার ( ২৯ আগস্ট) থেকে ৩০ আগষ্ট বুধবার ২৪ ঘন্টায় ক্যাম্প থেকে পালিয়ে আসাসহ বিভিন্ন অপরাধে ৩২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এছাড়াও অপ্রাপ্তবয়স্ক চালকদেরও আইনের আওতায় আনা হচ্ছে।

উখিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, বিভিন্ন চোরাপথে ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন অপরাধ করছে রোহিঙ্গারা। এই অপরাধ ঠেকাতে উখিয়া থানার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযানে ক্যাম্প থেকে পালিয়ে যাওয়াসহ বিভিন্ন অপরাধে ৩২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জদের নিকট প্রেরণ করা হচ্ছে।

অফিসার ইনচার্জ আরো বলেন, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় টমটম ও সিএনজি চালনার মাধ্যমে দুর্ঘটনা ঘটাচ্ছে। এইসব অপ্রাপ্তবয়স্ক চালকদের ও আইনের আওতায় আনা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।