২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

রোমাঞ্চকর জয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের ধারা অব্যাহত রেখেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান তিন রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। রোমাঞ্চকর এই জয়ের ফলে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

প্রথমে ব্যাট করে এদিন নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান তাদের সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১২৯ রানের বেশি তুলতে পারেনি ক্যারিবীয়ানরা।

প্রথমে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। শুন্য রানেই সাজঘরে ফিরে যান কামরান আকমল। এরপর নিজের ব্যক্তিগত ১৪ রানের মাথায় আউট হয়ে যান আরেক ওপেনার আহমেদ শেহজাদও। তবে বাবর আজমের ২৭ এবং শোয়েব মালিকের ২৮ রানের সৌজন্যে শুরুর চাপ কাটিয়ে ওঠে পাকিস্তান। এরপর বাকী ব্যাটসম্যানদের মধ্যে শুধুমাত্র ওহাব রিয়াজ মূল্যবান ২৪ রান করেন। মূলত তারই কল্যাণে এক’শর কোটা পার করতে পারে পাকিস্তান। এছাড়া শাদাব খান ১৩ এবং অধিনায়ক সরফরাজ আহমেদের ব্যাট থেকে আসে ১২ রান।

ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন এবং কার্লোস ব্রাথওয়েট উভয়ই পাকিস্তানের তিনটি করে উইকেট লাভ করেন। এছাড়া স্যামুয়েল বাদ্রি দুটি এবং কেসরিক উইলিয়ামস প্রতিপক্ষের একটি উইকেট দখল করেন।

১৩৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামলে দলীয় ১০ রানেই প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত তিন রান করে সাজঘরে ফিরে যান এভিন লুইজ। তবে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান চাদউইক ওয়াল্টনের ২১ এবং মারলন স্যামুয়েলসের ৪৪ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে জয়ের দিকেই এগুতে থাকে স্বাগতিকরা।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে একাই গুড়িয়ে দেন পাকিস্তানের তরুণ বোলার শাদাব খান। চার ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে চারটি উইকেট দখল করে নেন তিনি। তবে শেষের দিকে জেসন হোল্ডারের অপরাজিত ২৬ রান জয়ের কাছাকাছি নিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু শেষ ওভারে হাসান আলীর দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১২৯ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়ানরা।

ম্যাচ সেরার পুরস্কার জিতেন শাদাব খান। আগামী পহেলা এবং ২রা এপ্রিল একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।