২৭ আগস্ট, ২০২৫ | ১২ ভাদ্র, ১৪৩২ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

রিয়াদে তৈরি হচ্ছে চিকিৎসা নগরী

রিয়াদে একটি চিকিৎসা নগরী তৈরির ব্যাপারে সৌদি আরব ও জর্ডানের মধ্যে সোমবার এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেখানে রোগী ও চিকিৎসকদের জন্য বাসস্থানসহ সবধরনের সুযোগ সুবিধা থাকবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার সৌদি আরবের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষরকারী খালেদ আল-জাওহার জানান, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) এর সদস্য রাষ্ট্রসমূহের চিকিৎসা সেবার ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে এ প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে। ১২ লাখ বর্গমাইল এলাকাজুড়ে এই চিকিৎসা নগরী নির্মিত হবে। এর প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার।

আল-জাওহার বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়িত হলে আরো তিন হাজারের বেশি কর্মসংস্থান হবে ও বছরে এক লাখ ৭০ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটির আওতায় থাকা তিনটি হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। ১ হাজার ১শ’ শয্যা সম্বলিত হাসপাতালগুলোতে কম্পাউন্ডের ভেতরে হোটেল থাকবে। যেখানে রোগী ও তার সঙ্গে আসা বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনের থাকা খাওয়ার সুব্যবস্থা থাকবে।’

এই প্রকল্পটি সৌদি সরকারের রূপকল্প ২০৩০ এর একটি অংশ। কারণ দেশটির সরকার দেশের স্বাস্থ্য সেবার ওপর গুরুত্বারোপ করছে। মঙ্গলবার প্রাইভেট হসপিটালস অ্যাসোসিয়েশন এর প্রধান ডাঃ ফওজি আল-হামোউরি বলেন, এই চিকিৎসা কমপ্লেক্সে সৌদি নাগরিক ও বিদেশী রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়াও এখানে সৌদি তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

কমপ্লেক্সটিতে শারীরিক প্রতিবন্ধীদের জন্য থেরাপি ও অন্যান্য চিকিৎসার জন্য ৬শ’ শয্যা রাখা হবে। ২৫০টি শয্যা জনস্বাস্থ্য সেবা ও অন্যান্য রোগীদের জন্য বরাদ্দ রাখা হবে। কমপ্লেক্সটির ৫৬টি ভবনে ১২০টি শয্যাবিশিষ্ট একটি হোটেল ও ১২টি স্যুট, ২২৩টি পর্যটন ভিলা, ১৫২টি হোটেল ভিলা, ৪৪৮টি অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করা হবে। এছাড়াও এখানে একটি বাণিজ্যিক মল, বিনোদন কেন্দ্র ও ব্যায়ামাগার, বাগান ও মসজিদ থাকবে বলেও জানান তারা। সিনহুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।