১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

রামুতে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড

আটককক্সবাজারের রামু’র কাউয়ারখোপ এলাকায় গৃহবধু হত্যার অপরাধে ঘাতক স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে জেলায় ও দায়রা জজ মীর শফিকুল আলম এ রায় ঘোষনা করেন। ২০১০ সালের ২৩ জুন স্বামীর ঘরে খুন হয় সিরাজুল হকের মেয়ে রোজিনা আক্তার (২২)। এ খুনের ঘটনায় নিহতের স্বামী মৃত নুর আহম্মদের ছেলে শাহ আলম (২৫) ও হত্যার সাথে জড়িত থাকা অপর ব্যক্তি আলী আহম্মদের ছেলে জসিম উদ্দিন (৩৫) কে এই সাজা দেওয়া হয়।

আদালতের রায় ও রামু থানায় দায়ের করা হত্যা মামলার বর্ণনা অনুযায়ী, শাহ আলমের সাথে নিহত রোজিনা আক্তারের বিয়ের পর থেকে স্বামী ও শাশুর বাড়ির লোকজন নানাকরমে মারধর ও অত্যাচার করত।

সর্বশেষ ২০১০ সালের ২৩ জুন তাকে পিটিয়ে হত্যা করে তার স্বামী শাহ আলম, তার স্বামীর বোনের জামাই জসিম উদ্দিন, স্বামীর বোন খালেদা বেগম ও শাশুড়ি সফুরা খাতুন। হত্যার পর তারা নিহতের লাশ ওড়না প্যাঁচিয়ে ঘরের চালায় টাঙ্গিয়ে দেয়। আর এ ঘটনায় পরদিনই নিহত রোজিনার বাবা সিরাজুল হক রামু থানায় এ চারজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।

এ মামলায় সফুরা খাতুন ও খালেদা বেগম জামিন পেলেও শাহ আলম ও জসিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা করা হয় ২০ হাজার টাকা। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।