১৩ মে, ২০২৪ | ৩০ বৈশাখ, ১৪৩১ | ৪ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ

রামুতে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত

কক্সবাজারের রামুতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নুরুল ইসলাম সেলিম ও আবুল কাশেম সাগর নামে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে।
আহত নুরুল ইসলাম সেলিম রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক এবং আবুল কাশেম সাগর রামু রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক।
আহত সাংবাদিক নুরুল ইসলাম সেলিম জানান, শনিবার সকালে আমি ও সহকর্র্মী সাগর দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়ায় সংবাদ সংগ্রহে যাই। কিছু বুঝে উঠার আগেই রাজা মিয়ার নেতৃত্বে হাবিব উল্লাহ, হাফেজ আহাম্মদ, আয়াত উল্লাহ, ফরিদুল আলম, শহীদুল্লাহ, ছৈয়দ নুর, মনজুর আলমসহ অন্তত ৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলে পড়ে। এসময় সন্ত্রাসীরা আমি ও সহকর্মী কাশেমকে বিভিন্ন ধারালো অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে আঘাত করে।
সাংবাদিক আবুল কাশেম সাগর জানান, শুধু সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে শান্ত হননি। তারা আমাদের দু’টি মোটর সাইকেল, নগদ টাকা, স্বর্ণের আংটি এবং মোবাইল ফোনও ছিনিয়ে নিয়েছে।
কক্সবাজার পুলিশ সুপার ড. ইকবাল হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি। আক্রান্তরা থানায় গিয়ে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, রামু থানার অফিসার (ওসি) লিয়াকত আলী জানান, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিক সেলিম ও সাগর আহত হয়েছে। হামলাকারীরাও সাংবাদিক বলে জানান-ওসি।
এ ঘটনায় রামু থানার ওসি লিয়াকত আলীর ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করেন পেশাদার সংবাদকর্মীরা। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ হামলার শিকার সাংবাদিকদের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।