৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

রামুতে শেখ রাসেল সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন সাইমুম সরওয়ার কমল এমপি

নিজস্ব প্রতিবেদক, রামু
কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল শনিবার বিকালে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে শেখ রাসেল সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। এর আগে সকালে তিনি রামুর উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে প্রয়াত অধ্যক্ষ সারমিত্র মহাথেরোকে সম্মান জানাতে বিহার প্রাঙ্গনে উপস্থিত হন এবং বৌদ্ধগ্রামবাসী ও ভিক্ষু সংঘের সাথে মতবিনিময় করেন।
গতকাল শনিবার (২৩ এপ্রিল) বিকাল ৪টায় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে আরাকান সড়ক-রওশন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের চেইনেজ ৫৫০ মিটারে ৫১ মিটার দৈর্ঘের আরসিসি গার্ডার ব্রীজ নিমার্ণের (শেখ রাসেল সেতু) ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি। এরপর তিনি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের নির্মিতব্য রেল লাইন প্রকল্প ও চরপাড়া এলাকার নোয়া খালের উপর নির্মিতব্য শেখ রাসেল সেতুর স্থান পরিদর্শন করেন।
পরে রওশন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শেখ রাসেল সেতুর নিমার্ণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাইমুম সরওয়ার কমল এমপি।
শেখ রাসেল সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চরপাড়া এলাকার দুঃখ ঘুচাতে নোয়া খালের উপর নির্মিত হচ্ছে শেখ রাসেল সেতু। এই সেতুর নির্মাণ নিয়ে অনেকে মিথ্যাচার করেছে বিএনপি। এই ব্রীজ নির্মাণ আমরা করতে পারবো না বলেও বিএনপি মিথ্যাচার করেছে। ওরা ইতিহাসকে উল্টে ফেলতে চায়। আগামী দেড় বছরের মধ্যে শেখ রাসেল সেতুর নিমার্ণ শেষ হবে। লজ্জাবোধ থাকলে বিএনপির কেউ এই ব্রীজের উপর দিয়ে হাঁটবে না।
তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিসহ সবস্তরের জনগণ এক সাথে থাকলে, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়েনের উন্নয়ন কাজ আরও বেশী বেশী করে হবে।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, রামু উপজেলা প্রকৌশলী মনজুর হাসান ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান মো. ইউনুচ ভূট্টো, রামু সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দিলওয়ার আলম চৌধুরী, রওশন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক সরওয়ার আলম মিন্টু, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদুল হক, সমাজ সেবক মোহাম্মদ হোসাইন, চেইন্দা এ কে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জহুর আলম, পানের ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন আহমদ প্রমুখ।
শিক্ষক জামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য শাকিলা সুলতানা, জাফর আলম ও আবুল কালাম।
সাইমুম সরওয়ার কমল এমপি শনিবার ঈদগাঁও উপজেলার জালালাবাদে একটি সামাজিক অনুষ্ঠানে ইফতার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।