৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

রামুতে ধান ক্ষেতে মিলল পোল্ট্রি কর্মচারীর লাশ, পরিবারের দাবি পিটিয়ে হত্যা!

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং  এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মোহাম্মদ জুয়েল (১৬) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেপা হেডম্যান পাড়ার মনিরুজ্জামানের ছেলে। গতকাল শুক্রবার বিকাল তিনটার দিকে রামু থানা পুলিশ ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে।
নিহত জুয়েলের আত্নীয় লিয়াকত আলী দাবি করেন, জুয়েল বড়ডেপা এলাকায় মো. রশিদের মালিকানাধীন শিকদার পোল্ট্রি ফার্মের কর্মচারী। ওই খামারে বকেয়া টাকা চাওয়ায় জুয়েলকে মারধর করা হয়। এতে জুয়েলের মৃত্যু হলে মৃতদের খামারের পাশে ফেলে দেয়। এখন ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। তিনি আরও দাবি করেন, জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে মারধরের চিহ্ন রয়েছে।
স্থানীয় মেম্বার নছরুল্লাহ রায়হান বলেন, জুমার নামাজের সময় তার ফোনে কল করেন শিকদার পোল্ট্রি ফার্মের মালিক রশিদের বাবা সিকান্দার। তিনি বলেন, তার পোল্ট্রি ফার্মের পাশে একটি লাশ পড়ে রয়েছে। নামাজ শেষে স্থানীয় লোকজন সহ ঘটনাস্থলে গেলে লাশটি জুয়েলেন বলে শনাক্ত করা হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
মেম্বার রায়হান আরও বলেন, জুয়েলের গলায় বিদ্যুতিক ‘শক’ দাগ রয়েছে।
রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আনোয়ার হোসাইন জানিয়েছেন-  ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ মৃতদেহ সম্পন্ন করেছে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নারীসহ তিনজনকে  পুলিশের হেফাজতে এনেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।