৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

রামুতে ঐতিহ্যবাহি নৌকা বাইচের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত

received_1818914431700123
রামু উপজেলায় ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) রামু তেমুহনী স্টেশন ও অফিসেরচর এলাকার পূর্বপাশে বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহি এ ক্রীড়া প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে।
খেলায় সম্মানিত অতিথি ছিলেন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মান্নান, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান।
ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামু কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম জানিয়েছেন, দ্বিতীয় দিনের খেলায় প্রতিদ্বন্ধি নৌ দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্ধিতা ছিলো। এ কারনে হাজার হাজার দর্শকও ছিলো আনন্দমুখর।
তিনি আরো জানান, গত ২৮ অক্টোবর উদ্বোধনী দিনে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে নির্ধারিত সকল খেলা চালানো সম্ভব হয়নি। এ কারনে বুধবার দ্বিতীয় দিনে ৮০ পাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় দিনের খেলায় সার্বিক দায়িত্বে ছিলেন, রামু কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটির মহাসচিব আবুল বশর মেম্বার, কো-চেয়ারম্যান মাস্টার নুরুল আমিন, ক্রীড়া সম্পাদক হাজ্বী মহি উদ্দিন, আমান উল্লাহ সওদাগর, হাসান আজিজ, আসাদ উল্লাহ, সাইফুল ইসলাম (সাবেক এমইউপি), ইউপি সদস্য জাফর আলম, এসএম মোর্শেদ আলম, লিটন বড়–য়া, মুন্সী আবদুর রহিম প্রমূখ। খেলায় ঘোষকের দায়িত্ব পালন করেন, সাবেক ইউপি সদস্য আবদুল মালেক চৌধুরী ভুলু ও ওমর ফারুক মাসুম।
উল্লেখ্য এবারের প্রতিযোগিতায় কক্সবাজার সদর ও রামু উপজেলার ২৬ টি নৌ দল অংশ নিচ্ছে। প্রতিবারের মতো ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সৌজন্যে বাকঁখালী নদীতে ঐতিহ্যবাহী রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।