৫ অক্টোবর, ২০২৫ | ২০ আশ্বিন, ১৪৩২ | ১২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

রামুতে এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে বিভাগীয় কমিশনার


রামু উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিদ্যালয় পরিদর্শনে আসেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ে পৌঁছুলে রামু উপজেলা প্রশাসন ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম মজুমদার, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নিকারুজ্জামান, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, জোয়ারিয়ালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মীর মোশারফ হোসেন সিকদার, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোছাইন প্রমূখ। এছাড়াও এতে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং বিদ্যালয়ের শিক্ষার সার্বিক অগ্রগতির বিষয়ে খোঁজ-খবর নেন। ডিজিটাল পদ্ধতিতে শ্রেণীকক্ষে পাঠদান ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। এছাড়াও বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন পরিদর্শন করে পুনঃনির্মাণের আশ্বাস দেন বিভাগী কমিশনার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।