
কক্সবাজারের রামুতে ছয়হাজার ইয়াবাসহ একজনকে মাদককারবারিকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান রাত সাড়ে ৮ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলা জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি বড়ুয়াপাড়া, স্থানীয় মেম্বার আমিন উদ্দিন মনু এর বাড়ির উত্তর পাশে বসতঘরের উঠান এলাকায় উপপরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়।
ওই সময় জামাল হোসেন ভুট্টো(৩০) নামের একজন মাদককারবারিকে গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে ছয়হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সে উত্তর মিঠাছড়ি বড়ুয়াপাড়া এলাকার মৃত ফরিদ হোছেনের ছেলে।
অভিযানে নেতৃত্বদানকারী রামু থানার উপপরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত জামাল হোসেন একজন চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে এই ঘটনা নিয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, পুরো উপজেলার মাদককারবারির বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।