
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামু থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৫ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। ওই সময় একটি সিএনজি জব্দ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামু ফুটবল চত্তরের পশ্চিমে মেসার্স রহমান পল্টিফিড সেন্টার এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই সময় উপজেলা খুনিয়াপালং থোয়াইংগা কাটা এলাকার হামিদুল হককে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই এলাকার নুরুল হকের ছেলে।
এই অভিযানে নেতৃত্ব দেন রামু থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম চন্দ্র ধর, সহকারী উপপরিদর্শক (এএসআই) জহির উদ্দিন।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের দেওয়ান আরো বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।