১৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৪ আশ্বিন, ১৪৩২ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

রামু সাত ঘরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ramu-pic-17-11-16
কক্সবাজারের রামু সাত ঘরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৬ সালের প্রাথমিক সমাপনি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সদর ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে রামু সদর কক্সবাজার আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির প্রচেষ্টায় রামু উপজেলাকে শিক্ষানগরী হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে উপজেলার সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আগামী ২০ নভেম্বর হতে শুরু হওয়া প্রাথমিক সমাপণী পরিক্ষা উপলক্ষ্যে অত্র ইউনিয়নের ১১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে জরুরী সভার পড়ালেখার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি পরিক্ষায় ভাল ফলাফল অর্জনে ছাত্র-ছাত্রী সতেষ্ট হওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর) সকালে রামু সাত ঘরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৬ সালের ৫ম শ্রেণির সমাপনি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাংবাদিক আবুল কাশেম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী ওমর আলী।
সভা শুরুতে প্রধান অতিথি ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসিমা আক্তার।প্রধান অতিথিকে সম্মাননা স্বারক ও স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাকের উল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবু তাহের, সহকারী শিক্ষক আক্তার কামাল সেচ্ছা সেবকলীগ ( মক্কা)’র সাধারণ সম্পাদক আজিজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কলিম উল্লাহ, মুরব্বি হাজী বাঁচা মিয়া। সভায় বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন ৫ম শ্রেণির ছাত্র মোস্তফা আল হোছাইন আনাস, বিদায় সংবর্ধনা পাঠ করেন ৪র্থ শ্রেণির ছাত্রী তাপরিহা। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচাণা করেন, রামু মজাহারুল উলুম মাদ্রাসার সুপার মৌলানা মোহাম্মদ হারুণ। সভায় বিদ্যালয়ের সকল শ্রেণির ছাত্র-ছাত্রী, আভিবাবক ও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।