২৮ জানুয়ারি, ২০২৬ | ১৪ মাঘ, ১৪৩২ | ৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান

রামু সমিতির সভা অনুষ্ঠিত

News-Picture.

ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতির তীর্থভুমি রামুর ইতিহাস ঐতিহ্যকে লালন ও সংরক্ষণের পাশাপাশি রামুবাসির অর্থনৈতিকও সাংস্কৃতিক জীবন-ধারা সমুন্নত রাখার জন্য রামু সমিতি প্রশংসনীয় অবদান রাখছে এবং সমিতির সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সহমর্মিতা ও সু-সম্পর্ক গড়ে যেকোন সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল সংগঠনে পরিণত করাই হবে সমিতির মূল লক্ষ। গত ১৭ এপ্রিল শহরের একটি অভিজাত হোটেলে রামু সমিতির সভাপতি সিনিয়র সাংবাদিক বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তরা একথা বলেন। সভায় স্বাগত বক্তব্য ও প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ হোছাইনুল ইসলাম মাতব্র। সভায় বক্তব্য রাখেন, এড. শাহজাহান, এড. নুরুল হক, ডাঃ আবদুর নুর বুলবুল, উপাধ্যক্ষ ছলিমুর রহমান, মোঃ নাছির উদ্দিন, অধ্যাপক দেলোয়ার চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ফজুল্লাহ মোঃ হাসান, এড. রমিজ আহম্মদ, এড. এস্তাফিজুর রহমান, রশীদ নগর ইউপি চেয়ারম্যান হাজী আবদুল করিম, সাইফুল ইসলাম কলিম, গিয়াসউদ্দিন কোম্পানি, এড. নুরুল মোর্শেদ আমিন, ব্যাংক কর্মকর্তা ছালাহউদ্দিন, সাহেদুজ্জামান বাহাদুর, অধ্যাপক শহিদুল ইসলাম, এড. সিরাজ উদ্দিন, অধ্যাপক নুরুল আজিম, নুরুল হক কোম্পানি প্রমুখ। সভায় সমিতির গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব গুলো সভায় গঠনতন্ত্রে অনুমোদন করা হয়। এদিকে আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী রামু সমিতির সদস্য এড নুরুল মোর্শেদ আমিন এড. এস্তাফিজুর রহমান, এড. রমিজ আমহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও কার্যকরি সদস্য ও কক্সবাজার সরকররী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নাছির উদ্দিনের লেখা “ছড়ায় ছড়ায় স্বপ্ন কথা” বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।