৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

রামু সমিতি কক্সবাজার উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

Ramu Somitiরামু সমিতি কক্সবাজার এর উদ্যোগে ২০১৫ সালের এস.এস.সি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ জুলাই ) রামু সিটি পার্ক হল রুমে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুদ হোসেন। রামু সমিতি কক্সবাজার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রামু সমিতি কক্সাবাজার এর সভাপতি সাংবাদিক বদিউল আলম ।
প্রধান অতিথি রামু উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন বলেন, রামু সমিতি কক্সবাজার এস.এস.সি জিপিএ ৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনাএকটি মহৎ উদ্যোগ। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রামু সমিতি কক্সাবাজার এর সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম মাতবর। আরো বক্তব্য রাখেন দক্ষিণ চট্রগ্রামে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোশতাক আহমদ, রামু উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলী হোসেন, রামু উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ছালামত উল্লাহ, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আবদুল হক, রামু প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, মেরুংলোয়া রহমানিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন কোম্পানী, ফতেখারকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, চাকমারকুল আবু বকর ছিদ্দিক (রা) বালিকা মাদ্রাসার সুপার মৌলানা শরিফ হোসেন, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম। বক্তারা বলেন, রামু সমিতি কক্সাবাজার সম্প্রতি সৃষ্ট ভয়াবহ বন্যার্তদের জন্য ত্রাণ প্রদান, অসহায় দুস্থ মানুষের জন্য বিনা পয়সায় আইনী সহায়তা প্রদান ও অসহায় মানুষের পাশে চিকিৎসা সেবা প্রদানে উদ্যোগ গ্রহণ করেছে।
উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি কক্সবাজার সরকারী কলেজের উপধ্যক্ষ ছলিমুর রহমান, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়জুল্লাহ মোহাম্মদ হাসান, সহ-সভাপতি দেলোয়ার আলম চৌধুরী, এডভোকেট রমিজ আহমদ, এডভোকেট ফরিদ আহমদ, এডভোকেট নুরুল হক, ব্যবসায়ী নুরুল হক, এডভোকেট সিরাজ উদ্দিন, এডভোকেট হোসেন আহমদ আনছারী, চাকমারকুল ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম মুফিদ, রশিদনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল করিম, জোয়ারয়িানালা ইউপি চেয়ারম্যান এম.এম নুরুচ্ছফা, জোয়ারিয়ানালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হোসেন, রামু কলেজের অধ্যাপক ইজত উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, বাকখাঁলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ নজরুল ইসলাম, কাউয়ারখোপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়–য়া, জোয়ারিয়ানালা এইচ এম সাচিঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, প্রবাসী কল্যণ সংস্থা (মক্কা) রামু শাখার সাধারণ সম্পাদক এস মোহাম্মদ হোসেন। সংবর্ধনা প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া তাসনিম নোভা, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র জাকী খলিল উল্লাহ। উল্লেখ্য: রামু সমিতি কক্সাবাজার এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ৫৪ ছাত্র-ছাত্রীদের সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয় এবং বিভিন্ন সময়ে বিশেষ অবদানের জন্য ৩ জন ব্যক্তিদের মাঝে সম্মাননা স্বরক প্রদান করা হয়। সম্মাননা ক্রেষ্ট প্রাপ্তরা হলেন গিয়াস উদ্দিন কোম্পানী, নুুরুল হক কোম্পানী ও আলহাজ্ব আবদুল করিম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, কক্সবাজার সিটি কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক মো.নুরুল আজিম। ইফতার পূর্বে মোনাজাত পরিচালান করেন মৌলানা মো. আইয়ুব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।