২৪ আগস্ট, ২০২৫ | ৯ ভাদ্র, ১৪৩২ | ২৯ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

রামু দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদের বার্ষিক সভা ও মিলন মেলা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি;

রামুর দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের একে আজাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট বিশ^বিদ্যালয়ের শিক্ষক সরওয়ার আলম চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক। দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার জামাল হোছাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- খোরশেদ আলম আনচারী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রবীন আইনজীবি এডভোকেট আলহাজ¦ আমির হোছাইন, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সিএ ফরিদুল আলম ফরিদ, প্রবীন শিক্ষক মকবুল হোছাইন, একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ¦ আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক মোকতার আহমদ বিশিষ্ট ব্যবসায়ি জাহেদুল ইসলাম, শিক্ষক এম আলী আকবর, এম আলা উদ্দিন রবিন, সালেম তানজিব প্রমিত, প্রধান শিক্ষক আমান উল্লাহ সহকারি শিক্ষক আবদুল জব্বার প্রমুখ।  অনুষ্ঠানে বক্তারা বলেন- দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদ ২০১৬ সাল হতে শিক্ষকদের ঐক্যের অরাজনৈতিক  সংগঠন।  এ সংগঠনের মাধ্যমে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একঝাাঁক শিক্ষক নিজেদের ও সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছে। শিক্ষকতা পেশার সাথে যারা জড়িত আছেন তাদের পেশাদারিত্বের সাথে কাজ করতে উদ্বুদ্ধ করছে। নৈতিকতার মাধ্যমে পেশাকে মূল্যায়ন করে সুশিক্ষিত জাতি গঠনে এ সংগঠনকে আরও গতিশীল করা হবে। এজন্য নতুন নতুন পরিকল্পনা প্রনয়নসহ নানাবিধ প্রদক্ষেপ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের প্রয়াত ৫জন শিক্ষককে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন-প্রফেসর মুফীদুল আলম, মাওলানা হাফেজ মোহাম্মদ জকরিয়া, আবদুল আদুদ, মোঃ আকতার কামাল এবং মাওলানা জহির উদ্দিন মাসুদ চৌধুরী। এদের পরিবারের কাছে মনোরত্তর সন্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- শিক্ষক মোহাম্মদ হোবাইব। অনুষ্ঠানে দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।