১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২ | ২৬ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

রামু উপজেলা বিএনপির সভাপতি এস এম ফেরদৌসের জানাজায় হাজারো মানুষের ঢল

কাজী আবদুল্লাহ আল মামুন,(রামু): সড়ক দুর্ঘটনায় নিহত রামু উপজেলা বিএনপির সভাপতি খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান এস এম ফেরদৌসের জানাজা ১০ ডিসেম্বর রবিবার বিকেল ৪ টায় স্হানীয় আল হাসান মাদ্রাসা মাঠে অনুষ্টিত হয়। জানাজা পুর্ব মুসল্লিদের উদ্দেশ্যে কেন্দ্রীয় বিএনপির মৎস বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল বলেন মরহুম ফেরদৌস একজন দক্ষ সংগঠক ও দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে দল একজন আদর্শিক নেতাকে হারালো। এই ক্ষতি পূরন হবার মতো নয়।

এছাড়া আরো বক্তব্যে রাখেন রামু উপজেলার মাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোং, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু, মরহুমের ছোট ভাই মাসুদ মেঝ ছেলে রিয়াদ।

জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে।
জানাজা শেষে পাশ্বস্হ এস এম ফেরদৌসের বাবা মোঃ হাসান আলী মাস্টারের কবরের পার্শ্বে তাঁকে দাফন করা হয়। অপরদিকে বিকেল ৩ টায় চট্রগ্রাম থেকে এস এম ফেরদৌসের লাশ খুনিয়াপালংস্হ তাঁর নিজ বাসায় এসে পৌছলে হাজার হাজার নারী- পুরুষ তাদের জনপ্রিয় এই নেতাকে দেখার জন্য ছুটে আসেন।

গত ৯ ডিসেম্বর সন্ধায় তিনি কক্সবাজার শহরে মোটর সাইকেল দুর্ঘটনা গুরতর আহত হলে অজ্ঞান অবস্হায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয় সেখানে অবস্হার অপরিবর্তিত থাকলে রাতেই চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ ডিসেম্বর সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। রামু উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান অত্যন্ত সহজ সরল এই নেতার মৃত্যুতে রামু বাসী একজন অবিভাবক কে হারালো।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।