
নিজস্ব প্রতিবেদকঃ একাদশ জাতীয় নির্বাচন শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, মার্চে অনুষ্টিত হবে উপজেলা পরিষদ নির্বাচন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের রামু উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন সদর-রামুর বর্তমান সাংসদ সাইমুম সরওয়ার কমলের ঘনিষ্ঠ সহচর, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুর রহিম সিকদারের ছোট ভাই, রামুর সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল মনসুর চৌধুরীর নিকটতম আত্মীয়, সাংবাদিক মাবুদ চেয়ারম্যানের ঘনিষ্ঠ বন্ধু, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ সিকদার।
ভাইস চেযারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে দোয়া প্রার্থনা চেয়ে প্রচারণায় অংশ নিয়ে ব্যাপক আলোচনার শীর্ষে রয়েছে বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল্লাহ সিকদার।

আব্দুল্লাহ সিকদার বলেন, রামু উপজেলার অবহেলিত মানুষদের সরাসরি সেবা করার জন্য আমি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করছি। আশা করি রামুবাসীগণ আমার পাশে থাকবেন। যতদিন শরীরে প্রাণ থাকবে ততদিন আওয়ামীলীগ পরিবারের সাথে থাকবো।
তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রীর যে উন্নয়ন কর্মকান্ড সারাদেশ ব্যাপী শুরু করেছেন সেই ধারাবাহিকতা আরো এগিয়ে নেওয়ার কাজে আমি অংশিদার হতে চাই। এখন আমি নিজ দলের কাছে আশা রাখবো সব দিক বিবেচনা করে আমাকে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিলে এলাকার উন্নয়ন ও জনগণের পাঁশে থেকে কাজ করে যাবো সারাজীবন।

খুনিয়া পালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ বলেন, আব্দুল্লাহ সিকদারের পরিবার দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং ২০০৮, ২০১৪, ২০১৮ সালের সাংসদ নির্বাচনে নৌকার হয়ে কাজ করেছে। দলের জন্য নিবেদিত ছিলেন এবং আছেন আব্দুল্লাহ সিকদার।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।