৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’

রাজ্জাকের ‘লক্ষী কুঞ্জ’ চুরি!

বিনোদন ডেস্কঃ চলচ্চিত্রের কিংবদন্তি প্রয়াত অভিনেতা নায়করাজ রাজ্জাক তার গুলশানের বাড়িটির নাম দিয়েছিলেন ‘লক্ষী কুঞ্জ’। প্রিয়তমা স্ত্রীর নামের সঙ্গে মিলিয়ে তিনি এই নাম দিয়েছিলেন। তবে দুঃসংবাদ হলো, গতকাল রাতে বাড়ির নেমপ্লেটটি চুরি হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে নায়করাজের ছোট ছেলে সম্রাটের ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস থেকে।
রাজ্জাকের ছোট ছেলে অভিনেতা সম্রাট জানান, আজ (শনিবার) সকালে তারা দেখেন বাড়ির নেমপ্লেটটি কে বা কারা খুলে নিয়ে গেছে। এতে বিস্ময় প্রকাশ করেছেন এই অভিনেতা। দেয়ালের সঙ্গে সাঁটানো নেমপ্লেটটি খুলতে চোরদের ভালোই বেগ পেতে হয়েছে বলে মনে করছেন সম্রাট। কিন্তু কি কারণে এটি চুরি হতে পারে এ নিয়ে তার কোনো ধারণা নেই। সম্রাট সামাজিক যোগযোগের মাধ্যম ফেসবুকে লিখেছেন- আজ সকালে উঠে দেখি আমাদের বাড়ির নেমপ্লেটটি চুরি হয়ে গিয়েছে। ভাগ্যিস বাড়ির গেটটি খুলে নিয়ে যায়নি।
নায়করাজের বাড়ির নাম ‘লক্ষী কুঞ্জ’। সোনালি পাতে কালো অক্ষরে লেখা নেমপ্লেট ছিল সেটি। লক্ষী কুঞ্জের অবস্থান রাজধানীর গুলশান ২ এর ৩৬ নং রোডে। বাড়ির নম্বর ৫।
গত ২১শে আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেন রাজ্জাক। তার প্রিয় ‘লক্ষী কুঞ্জ’-এ এখন বসবাস করছেন তার স্ত্রী, সন্তান আর নাতি-নাতনিরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।